ময়মনসিংহে পুলিশী অভিযানে গ্রেফতার ৮
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ):
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ও প্রতারণা মামলার আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (ফেব্রুয়ারি) সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও আদালতে চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে আদালত কর্তৃক জারীকৃত পরোয়ানা তামিলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ লক্ষে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে এবং পরোয়ানাভুক্তসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক আরাফাত জাহান চৌধুরীর নেতৃত্বে একটি টীম কাচিঝুলি গোলাপজান রোড থেকে জাতীয় পরিচয়পত্র জাল মামলার আসামী তামিম হাসানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে জাল জাতীয় পরিচয়পত্রের কপি ও কম্পিটার সামগ্রী জব্দ করে পুলিশ।
এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ সবজি পাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাহাতকে আড়াই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে চুরি (পুরাতন) মামলার আসামী জীবন মিয়া ও আশরাফুলকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মোর্শেদ, এএসআই নূরুজ্জামান, এএসআই আল আমিন জিআর মামলায় পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করে। এর মাঝে একজনের নামে দুটি পৃথক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলো, মালগুদামের মোঃ খোরশেদ, র্যালীর মোড়ের মোঃ আরমান ও নওমহল নন্দিবাড়ির রতন মিয়া। ওসি আরো বলেন, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীসহ অভিযুক্তদের গ্রেফতারে স্থানীয়দের সহযোগীতা প্রয়োজন।