South east bank ad

মাধবপুর পুকুরে মাছ ধরতে গিয়ে সংঘর্ষে আহত ৮

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জর মাধবপুর পুকুর মাছ ধরতে গিয়ে সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে। খোজ নিয়ে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের মীর্জপুর গ্রামের আতিক উল্ল্যা, ছলিম উল্লাহ ও মোঃ শকত আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে ৩৩শতাংশ পুকুর বন্দোবস্ত নয়।

বন্দোবস্তোক পুকুর আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মাছ ধরতে গেল প্রতিবেশী মতে আশরাফ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন শরীফ, তার চাচাতো ভাই আব্দুল মতিনের নেতৃত্বে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আতিক উল্ল্যার ছেলে নুরুল্লাহ (৪৫), অলি উল্ল্যা (৫৩), মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২০), শকত আলীর ছেলে হাসন আলী (১৯), নুরু উল্ল্যার ছেলে রিপন মিয়া (২০), ইউসুব আলীর ছেলে সাদ্দাম হাসন (২৫), নাজমুল (২২), হাকিম আলীর ছেলে ফয়জ উদ্দীন (৫৫) আহত হয়। খরব পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কলের এএসপি মোঃ মহসিন আল মুরাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক একদল পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয় থানায় কোন লিখিত অভিযাগ দাখিল হয়নি বলে পুলিশ সূত্র জানা গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: