শিরোনাম

South east bank ad

আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) :

গোপাগঞ্জের মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য একাধিক ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী সোহাগ গ্রেফতার ।

আজ (০৭ ফেব্রুয়ারি) সোমবার গভীর রাতে মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়ার নির্দেশনায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুস সালাম এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানাধীন রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার ০৪ টি ডাকাতি ও অস্ত্র আইনের গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: