পটুয়াখালী চেম্বার অব কমার্সে মতবিনিময়
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও পরিচালকবৃন্দের সাথে মতবিনিময় করলেন বানিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ও যুগ্ন সচিব মোঃ ওয়াহিদুজ্জামান।
আজ (৭ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিজানুর রহমান মনির খান এর সঞ্চালনে মতবিনিময় সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রণালয়ের পরিচালক যুগ্ন সচিব মোঃ ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স ও প্যানেল মেয়র দেলোয়ার হোসেন হোসেন আকন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সহযোগী সদস্য মির্জা আহসান হাবীব,দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুলসহ চেম্বার অব কমার্সের পরিচালক বৃন্দ।