রুমা ও মাটিরাঙ্গা জোন পরিদর্শনে সেনাবাহিনী প্রধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কর্তৃক বান্দরবান জেলার রুমা জোন এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন পরিদর্শন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার রুমা জোন এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন পরিদর্শন করেন।
এসময় তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও সৈনিক ফিরোজের ত্যাগের কথা স্মরন করেন এবং রুমা জোনের সেনা সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তাদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন অধীনস্ত তৈকাতং আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশনসহ বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।