শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২৮৬৪ পিস বিভিন্ন কোম্পানীর ভারতীয় চকলেটসহ আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই/সারোয়ার হোসেন ভূঞা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শাহপরাণ মাজার গেইট এর সামনে কিউআরটি ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শাহপরাণ (রহঃ) থানাধীন দত্তগ্রাম সাকিন্থ সুরমা গেইট রসমেলা মিষ্টান্ন ভান্ডার এর সামনে তামাবিল টু সিলেট গামী পাকা রাস্তার উপর কতিপয় চুরাকারবারী বাংলাদেশ সরকারের শুল্ক ফাকিদিয়ে ভারতীয় পণ্য সিলেট শহরের দিকে নিয়ে আসছে উক্ত সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানাকে অবহিত করে সঙ্গীয় ফোর্স ও দিবাকালীন সিরেয়া ৬৩ ডিউটি পার্টির অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে একজন ব্যক্তি একটি বাদামী রংয়ের বড় কার্টুন মাথা থেকে ফেলে দৌড়ে পালানোর চেষ্টা কররে সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করতে সক্ষম হন।
আসামীদের দখল ও হেফাজত হতে ০১টি বাদামী রংগের কাগজের বড় কার্টুন। (ক) ১৬ টি ভারতীয় চকলেটের বেগুনী কাগজের বক্স প্রতিটি বক্স এর গায়ে ইংরেজীতে Dazzy staey milk chocolate, MED. BY: DAZZY PROUDCTS PVT.LTD.GUJARAT. INDIA লেখা সহ অন্যান্য লেখা আছে।
প্রতি বক্স এর ভিতর ১২০টি করে চকলেট মোট চকলেট ১৯২০ পিস চকলেট, প্রতিপিস চকলেটের অনুমান মূল্য-১০টাকা করে মোট মূল্য-১৯,২০০/-টাকা।২৪ টি PERK ভারতীয় চকলেটের নীল রংগের কাগজের বক্স প্রতিটি বক্স এর গায়ে ইংরেজীতে PERK cadbury-MONDELEZ INDIA Foods Pvt, LTd, MUMBAI লেখা সহ অন্যান্য লেখা আছে।
প্রতি বক্স এর ভিতর ২০টি করে চকলেট মোট চকলেট ৭২০ পিস চকলেট, প্রতিপিস চকলেটের অনুমান মূল্য-২০টাকা করে মোট মূল্য ১৪,৪০০/-টাকা। ৪টি Dairy milk ভারতীয় চকলেট বেগুনী রংগের কাগজের বক্স প্রতিটি বক্স এর গায়ে ইংরেজীতে Dairy milk, MONDELEZ INDIA Foods Pvt, LTd, MUMBAI লেখা সহ অন্যান্য লেখা আছে।
প্রতি বক্স এর ভিতর ৫৬টি করে চকলেট মোট চকলেট ২২৪ পিস চকলেট, প্রতিপিস চকলেটের অনুমান মূল্য- ২৫ টাকা করে মোট মূল্য ৫,৬০০/-টাকা। সর্বমোট চকলেটের ২,৮৬৪ পিস চকলেট। সর্বমোট মূল্য ৩৯,২০০/-টাকা। (উনচল্লিশ হাজার দুইশত) টাকা, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ১। মোঃ তাজুল ইসলাম @ তাজু (২২), পিতা-মোঃ আইনুল হক, মাতা-রেনু বেগম, সাং-বিতিরখেল (হাওর দক্ষিণ পাড়া), পোঃ-বাংলাবাজার, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট বলে জানায়। উক্ত ঘটনায় ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৮, তারিখ-০৬/০২/২০২২খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই রুজু করা হয়েছে।