বরিশাল কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএমপি কমিশনারকে সংবর্ধনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় ৬ ফেব্রুয়ারী রাতে কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল এর সাগরদিস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল এর পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার বিএমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল জেলা শাখার শীর্ষ কর্মকর্তাগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার/এস্টেট/ট্রান্সপাের্ট/বন্দর থানা) মােঃ ইব্রাহীম সহ কৃষিবিদ ইনস্টিটিউশন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।