রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রংপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাপলা চত্বর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় এবং বিকেলে পীরগাছা উপজেলার দেউতি তেল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকার আব্দুল ফরিদের ছেলে আপন ইসলাম (২২)। তিনি পেশায় একজন মেকানিক। কলেজরোড ট্রাকস্ট্যান্ডে বুবুর গ্যারেজে কাজ করতেন। অন্যজন হলেন-পীরগাছা উপজেলার রামচন্দ্রপাড়া গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে সাগর মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ট্রাকস্ট্যান্ড থেকে শাপলা চত্বরে গিয়ে ঢাকা বিরিয়ানী হাউস থেকে চার প্যাকেট বিরিয়ানি কিনে মোটরসাইকেলযোগে রাস্তা পার হয়ে গ্যারেজে ফিরছিলেন আপন ইসলাম। এ সময় পেছন দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে আপনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় হেলপারকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে বিকেলে পীরগাছা উপজেলার দেউতি তেল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর মিয়া এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মারুফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ৩টার দিকে সাগর মিয়া রংপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দেউতি তেলপাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাগর মিয়ার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী মারুফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।