শিরোনাম

South east bank ad

চাঁদা দাবীর অভিযোগে মামলা

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে ভিপি মোকদ্দমা ভূক্ত সম্পত্তি দখল চেষ্টা ও চাঁদা দাবীর অভিযোগে পৌর মহিলা কাউন্সিররসহ তিন জনের নামে চাঁদা দাবীর মামলা করেছেন ভূক্তভোগী দুর্গাপুর পৌরসভাধীন চকলেংগুরা গ্রামের মৃত আমছর আলীর পুত্র মোঃ আহাম্মদ আলী।

গত (২৭ তারিখ) দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করা হয়। চকলেংগুরা গ্রামের ভূক্তভোগি মৃত আমছর আলীর পুত্র মোঃ আহাম্মদ আলী জানান ১৯৮০ ইং সনের ডিসেম্বর মাসের ১৮ তারিখ ১৩৬৯ স্মারকের আদেশমূলে এস.এ খতিয়ান ৬৬৩,১৮৯২ দাগে ৩২ শতাংশ। এস.এ খতিয়ান ৪৪৭,১৮৬৯ দাগে ৬ শতাংশ।

১৮৮৫ দাগে ১২শতাংশ ও ১৮৯১ দাগে ১৫ শতাংশ মোট ৬৫ শতাংশ ভূমি সরকার বাহাদুরের কাছথেকে লিজ প্রাপ্ত হয়, যার মোকদ্দমা নং ২৮১/৬৮-৬৯। উক্ত ভূমি লিজ প্রাপ্তি হওয়ার পরথেকেই অর্থাৎ ৪২ বছর যাবত প্রতি বছর ডিসিআর প্রাপ্ত হয়ে আসছেন আহাম্মদ আলী। এই জমি দখলে নেয়ার জন্যে অপর একটি মহল উঠে পরে লেগেছে।

তিনি জানান অভিযুক্ত ব্যক্তিরা ওয়ারিশান দাবী করে ঐ জমি দখলের চেষ্টা চালায় এবং আমার নিকট টাকা দাবী করে। আমি অপারকতা স্বীকার করলে তারা আমার লিজ নেওয়া সম্পতির বেড়া ভাঙ্গিয়া ও সিমানা খুটি উপরাইয়া নিয়াযায়। এই অবস্থায় ঐ দম্পত্তির ইন্দনে ও প্রত্যক্ষ সহায়তায় ঐ জমিতে এই গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্রদ্বয় আলমগীর মীর্ধা(৪৫),ফরহাদ মীর্ধ(৫০)ও খলিল মীর্ধা(৫২) এর মাধ্যমে রাতের অন্ধকারে সরকারী সম্পত্তিতে চালাঘর উত্তোলন করে দখল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

চাঁদা দাবীর প্রেক্ষিতে পৌর কাউন্সিলর মানছুরা খাতুন,তার স্বামী নয়ন মিয়া ও আলমগীর হোসেন’কে বিবাদী করে দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে তিন কার্যদিবসের মধ্যে এফআই আর করার জন্য দুর্গাপুর থানাকে নির্দেশ প্রদান করেন, সেই মোতাবেক ৬ ফেব্রুয়ারী রোববার মামলাটি এফআইআর করেছেন বলে জানান দুর্গাপুর থানা অফিসার ইন-চার্জ (ভার:)মীর মাহবুবুর রহমান।

এর আগে চাঁদাদাবীর বিষয়ে বিগত ২৯/১২/২১ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)বরাবর এই লিখিত অভিযোগ করেন মোঃ আহাম্মদ আলী(৮৫)। এর অনুলিপি দেন নির্বাহী কর্মকর্তা দুর্গাপুর,সহকারী কমিশনার(ভূমি)দুর্গাপুর ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুর্গাপুর সদর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: