South east bank ad

সড়ক দুর্ঘটনায় আহত

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভোলা চরফ্যাশন মহা সড়কে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারের দক্ষিণ পাশে বটতলা এলাকায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী সহ ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (৬ ফেব্রুয়ারী) রবিবার সকাল ৯টার দিকে এ ঘটেছে। আহতরা বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে মনিরাজ বাজার সংলগ্ন এলাকায় দক্ষিণ আইচা হতে ভোলাগামী যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে রেন্ট্রি গাছের সাথে স্বজোরে ধাক্কায় ধুমরে মুচরে যায়।

এতে মোটর সাইকেল আরোহী সহ বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনা আহতদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ৪ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।

আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: