বাকিতে পণ্য না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গোপালগঞ্জ সদর উপজেলায় গাউজ দাড়িয়া (৪৫) নামে এক দোকানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকি টাকা চাওয়া, লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেওয়া ও নতুন করে বাকি না দেওয়ায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান এসব তথ্য জানান।
তিনি বলেন, গাউজ দাড়িয়া উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের বাসিন্দা। গত ২ ফেব্রুয়ারি রাতে নিজের মুদি দোকানেই ঘুমিয়েছিলেন তিনি। ঘুম থেকে তুলেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পরে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে একই এলাকার ইস্রাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেফতার করে। গ্রেফতাররা হত্যার কথা স্বীকার করেছে।