২৭ মামলার আসামির পাঁচ সহযোগী গ্রেফতার, অস্ত্র-গুলি জব্দ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতররা হলেন- রফিকুল ইসলাম মালু (৪১), মো. সিরাজুল ইসলাম (৩৪), মো. হাসান (৩৫), জামাল শেখ (৪৭) ও মিজানুর রহমান কদর।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরা এবং ২২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এছাড়াও তাদের আস্তানা থেকে মিলিটারি গেজেট, মিলিটারি পোশাক, মিলিটারি বাইনোকুলার ও অবৈধ ধাতব মুদ্রা জব্দ করা হয়।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মশিউরের আস্তানায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা ১২৯ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে র্যাব ঘটনাস্থল থেকে মশিউরের পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, আটক রফিকের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি, হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি, মিজানের বিরুদ্ধে ১০টি এবং সিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি অস্ত্র মামলা রয়েছে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জাগো নিউজকে বলেন, আটকরা জঙ্গল ছলিমপুর এলাকায় নিজেদের প্রভাব বিস্তার, চাঁদাবাজি, সরকারী জমি প্লট আকারে লোকজনের কাছে বিক্রয় করে টাকা আদায় করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ওই এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করে র্যাব। ওই সময় তার কাছ থেকে দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মোট ২৭টি মামলা আছে বলে জানিয়েছে র্যাব।