বিচারপতি নাজমুল আহসানের শোকসভা অনুষ্ঠিত
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা এফ আর এম নাজমুল আহসান মিজানের মৃত্যুতে ঝালকাঠিতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ (০৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১ টায় সিপিবি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড স্বপন কুমার সেনগুপ্ত ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সদস্য এস.এম হুমায়ুন কবীর, চাঁদমোহন কংস বনিক, সুজনের জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, বিডি ক্লিনের সমন্বয়ক শাকিল হাওলাদার রনি ও ছাত্রনেতা বিপ্লব চক্রবর্ত্তী । উল্লেখ্য হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মিজান গত (৮ জানুয়ারি) আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় তিনি শপথ নিতে পারেননি । গত শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি বরিশালের এক সময়ের খ্যাতিমান সাংবাদিক তৌফিক মারুফের বড় ভাই ।