ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ উদ্ধার আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ)/প্রদীপ সরকার, এসআই(নিরস্ত্র)/আসলম আহমদ, এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ ও রাত্রীকালীন সিয়েরা-৩৪ এর অফিসার এএসআই(নিঃ)/দেওয়ান তৌফিক ও ফোর্সসহ গত ০৪/০২/২০২২খ্রিঃ তারিখ ২৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন উমদারপাড়াস্থ আসামী ইসমাইল আলী ও ইউসুফ আলীর বসতঘরের ভিতর হতে ১নং আসামী মোঃ ইসমাইল আলী (৪৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-উমদারপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয় এবং ২নং আসামী মোঃ ইউসুফ আলী (৩৮), উভয় পিতা-মৃত খলিলুর রহমান, সাং-উমদারপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঐসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১নং আসামী মোঃ ইসমাইল আলী (৪৫) এর দেখানো মতে আসামী মোঃ ইসমাইল আলী ও মোঃ ইউসুফ আলী দ্বয়ের বসতঘরের শয়নকক্ষের টেবিলের উপর হতে মোট ১৯(উনিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০(দশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ০৪/০২/২০২২খ্রিঃ তারিখ ২৩.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/আসলম আহমদ জব্দতালিকা মূলে জব্দ করেন।
পরবর্তীতে থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০৫/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।