যুবলীগ নেতার দোয়া মাহফিল ও খাবার বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুরের সালথায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন দেশও জাতি এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল করেছেন।
গতকাল (০৪ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জুময়া সালথা সদর বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মসজিদ, মাদ্রাসা ও এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে যুবলীগ ও ছাত্রলীেগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বলেন, দেশ ও জাতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
পাশাপাশি একটি বিশেষ উদ্যেশে আমার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া মাহফিল শেষে মসজিদ, মাদ্রাসা ও আমার নিজ বাড়িতে খাবার বিতরণ করা হয়েছে। আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।