ইয়াস ব্লাডব্যাংকের 'ফাস্ট এইড ও লাইভ সেভিং' ওয়ার্কশপ
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ইয়াস ব্লাডব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে শুক্রবার 'ফাস্ট এইড ও লাইভ সেভিং ওয়ার্কশপ ২০২২' অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন- ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, হাসান মাহমুদ ও ছবির হোসেন।
ইয়াস ব্লাডব্যাংকের সভাপতি ফারদিন তালুকদারের সভাপতিত্বে মহিলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইয়াস সভাপতি শাকিল হাওলাদার রনি ও সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইয়াস ব্লাড ব্যাংকের বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও কার্যক্রমের ধারনা প্রদান করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান সেতু।
রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মশিউর রহমান শাহিন 'ফাস্ট এইড', রক্ত কনিকা'র সাধারণ সম্পাদক লুৎফুন নাহার ঐশী 'ব্লাড ডোনেটিং' এবং অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 'টেন মিনিট' স্কুলের একাডেমিট ইন্সট্রাক্টর ইসরাত সুলতানা নিশি 'রক্ত সংগ্রহ ও রক্তদাতা' বিষয়ক সেশন পরিচালনা করেন।
এছাড়া অনুষ্ঠানে ইয়াস ব্লাডব্যাংকের ১০০০ ব্যাগ ডোনেট সম্পন্ন হওয়ায় অতিথিতের নিয়ে কেক কেটে 'অানন্দ' করা হয়।
ইয়াসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক ছেলেমেয়ে ওয়ার্কশপে অংশ নেয়। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।