শিরোনাম

South east bank ad

৯৯৯ কল করে বাক প্রতিবন্ধী হারানো ফিরে পেলেন স্বজনদের

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯৯৯ কল করে বাক প্রতিবন্ধী হারানো নারী নতুফা (৫০) ফিরে পেলেন তার স্বজনদের ।

আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) বিকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে তাকে উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে তার স্বাজনদের কাছে বুঝিয়ে দেন।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, ফরিদপুর জেলার সদরপুর থানার আফসার মুন্সীকান্দি গ্রামের মোসলেমের বাক প্রতিবন্ধী স্ত্রী নতুফা গতকাল (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার তারিখ বাবা বাড়ি হতে স্বামীর বাড়ি আসার জন্য শিবচর থানাধীন পাচচর এলাকা হতে বাসে উঠেন।

সুর্যনগর বাস স্ট্যান্ডে তার নামার কথা থাকলেও ভূলবশত তিনি ভাঙ্গা বাস স্ট্যান্ডে এসে নামেন। পরে তিনি পথ হারিয়ে ফেলে। পথ ভূলে তিনি মুকসুদপুর থানা এলাকার বাটিকামারী নামক স্থানে আসেন। তখন স্থানীয় লোকজন ৯৯৯ এ কল করলে মুকসুদপুর থানার এস আই শাহজাহান ঘটনাস্থলে যান।

পরে তিনি ভদ্র মহিলাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করলেও তিনি বাক প্রতিবন্ধী হওয়ায় কোন কিছু বোঝা সম্ভব হয়নি। অবশেষে পুলিশি কলাকৌশল প্রয়োগ করে বিভিন্ন যায়গায় খোজখবর নিয়ে তার পরিচয় উদঘাটন পূর্বক বাক প্রতিবন্ধী নতুফা এর ভাতিজা তানভীর রহমান ও বাপ্পির নিকট বুঝিয়ে দেয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: