আ. লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলায় ভিজিডি কর্মসুচির সরকারি চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ রাখার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বাদি হয়ে এ মামলা দায়েন করেন।
সরকারি চাল কেলেঙ্কারির ঘটনায় আটক করা ইছাহাক আলীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরের পর বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইছাহাক আলী উপজেলার শৈলমারী গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা পুলিশ এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদের গ্রামের বাড়ি শৈলমারীতে অভিযান চালায়। এসময় একটি ঘর থেকে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা (৭২০ কেজি) ভিজিডির চাল জব্দ করে পুলিশ।
পরে রাসেলের বাড়িতে নিয়োজিত শ্রমিক প্রতিবেশী ইছাহাক আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৭ বস্তা (২১০ কেজি) চাল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ইছাহাক আলীকে আটক করেছে।
এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ও তার শ্রমিক ইছাহাক আলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান,সরকারি ভিজিডি কর্মসুচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ রাখার মামলায় একজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।