শিরোনাম

South east bank ad

বগুড়ায় মাঘের শেষের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিপর্যস্ত জনজীবন

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

পশ্চিমা লঘুচাপের প্রভাবে মাঘের কনকনে শীতে বগুড়ায় বৃষ্টি হয়েছে। গতকাল (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টা থেকে এ বৃষ্টি শুরু হয়। আজ (০৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই শীতের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম।

এদিকে, বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। সকাল ৯টায় বগুড়ার সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। বৃষ্টির প্রভাবে দুপুর ১২টার দিকে তাপমাত্রা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে।

রবিউল ইসলাম বলেন, ‘রাত সোয়া ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই শীতের মৌসুমে সর্বোচ্চ। এছাড়া আজ সারাদিন এ বৃষ্টিপাত চলবে। তবে আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে।’

মাঘের শেষ প্রান্তে এসে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসের কারণে রাস্তা-ঘাটগুলো ফাঁকা হয়ে পড়েছে।

জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষজন। সময়মত কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষেরা। ঝিরঝিরে এই বৃষ্টিতে স্থবির হয়ে গেছে জীবনযাত্রা।

জেলার বেশ কিছু অটোরিকশা চালকদের সঙ্গে কথা বললে তারা জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে লোকজন বাহিরে বের না হওয়ায় ভাড়া পাচ্ছি না, তাই রিকশা নিয়ে অলস সময় পার করছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: