আ. লীগ নেতার ঘর থেকে ভিজিডির চাল জব্দ, শ্রমিক আটক
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে ভিজিডি কর্মসুচির ৯৩০ কেজি (৩১ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। রাসেল মাহমুদ উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের তার বাড়ির একটি ঘর থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় রাসেল মাহমুদের বাড়ির শ্রমিক ইছাহাক আলীকে (৪৮) আটক করা হয়েছে।
থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এলাঙ্গী ইউনিয়নে ভিজিডি কর্মসুচির কার্ডধারী রয়েছেন ২১০ জন সুবিধাভোগী। প্রতিমাসে তারা ৩০ কেজি করে পুষ্টি সমৃদ্ধ চাল পান। বৃহস্পতিবার সকাল ৯টায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে (এক বস্তা) চাল বিতরণ শুরু করা হয়। বিকেল ৪টা পর্যন্ত ১৪০জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট চাল পরিষদের গুদামে রক্ষিত আছে। পরবর্তীসময়ে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে।
এদিকে বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদের গ্রামের বাড়ি শৈলমারীতে অভিযান চালায়। এসময় একটি ঘর থেকে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা (৭২০ কেজি) ভিজিডির চাল জব্দ করে পুলিশ।
পরে রাসেলের বাড়ির শ্রমিক প্রতিবেশী ইছাহাক আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৭ বস্তা (২১০ কেজি) চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইছাহাক আলীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে রাসেল মাহমুদ পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিজিডির ৩১ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দ করা ভিজিডির চালগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।