মৎস দপ্তরের সমন্বিত কম্বিং অভিযানে উদ্ধারকৃত নোঙ্গর বিক্রয়ের নিলাম অনুষ্ঠিত
এম, নুরুন্নবী, (ভোলা):
ভোলার তজুমদ্দিনে উপজেলা মৎস দপ্তরের কম্বিং অভিযানে উদ্ধার হওয়া ৩২ টি নোঙ্গর নিলামে বিক্রি করা হয়েছে।
আজ (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১টায় শশীগঞ্জ ¯ইজ মৎস ঘাট এলাকায় এসব নোঙ্গর বিক্রির জন্য উন্মোক্ত নিলাম ডাকেন ইউএনও মরিয়ম বেগম।
উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেন জানান, মৎস সম্পদ রক্ষার জন্য মেঘনার বিভিন্ন এলাকায় কোষ্টগার্ড সদস্যদের সমন্বয়ে পরিচালিত কম্বিং অপারেশনে মাসব্যাপি অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসব অভিযান কালে ৩২ টি নোঙ্গর জব্দ করা হয়। উদ্ধারকৃত নোঙ্গর উপজেলা নির্বাহি কর্মকর্তা জনসম্মূখে নিলাম ডাক দেন। এগুলো ৪৫ হাজার ৩০৫ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়।
নিলাম ডাক পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, মৎস ব্যবসায়ী আব্দুল মান্নান, আলমগীর, মোঃ নুরনবী প্রমূখ।