শিরোনাম

South east bank ad

ভাষা যোদ্ধা বঙ্গবন্ধুর সহচর এমপি আবুল হাসেম রাষ্ট্রিয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত।

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও):

ভাষা যোদ্ধা - বঙ্গবন্ধুর সহচর এমপি আবুল হাসেম কে রাষ্ট্রিয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি, মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক সাংসদ আবুল হাসেম"র জানাজার নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত গফরগাঁও মহিলা কলেজে সমাধিস্থ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রথম নামাজের জানাজা ও ২য় জানাজার নামাজ ও ১ মিনিট নিরবতা পালন সহ গার্ড অব অনার প্রদান করা হয় গফরগাঁও সরকারি কলেজ মাঠে।

গফরগাঁও উপজেলার সর্বস্তরের মানুষ এই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হোন। বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এর পক্ষে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম।

আবুল হাসেম এমপি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: