সরিষাবাড়ীতে হেরোইনসহ আটক
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত লিখিত প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল তাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে তাড়িয়াপাড়ার হেলাল উদ্দিন (৫০) ও শিমলাপল্লী গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আল আমিনকে (৪২) মাদকসহ আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫ গ্রাম হেরোইন, ৪ টি মোবাইল সেট (সীমসহ) ও দুই হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।
হেলাল উদ্দিন (৫০) বিভিন্ন থানায় মারামারি ও মাদকের ১৩টি মামলায় এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্টজারী রয়েছে বলেও জানায় ওই সুত্রটি।