শিরোনাম

South east bank ad

সারিয়াকান্দিতে নির্বাচনী সহিংসতায় কৃষক খুন

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার সারিয়াকান্দিতে ইউপি নির্বাচনের জের ধরে বেলাল শেখ (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

গতকাল (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামে এঘটনা ঘটে। বেলাল শেখ কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের লাল মিয়া শেখের ছেলে ।

আহতরা হলেন, পাকেরদহ গ্রামের তোফাজ্জল শেখের ছেলে শামজাহার শেখ (৩৬), তারিফউদ্দিন শেখের ছেলে তোফাজ্জল শেখ (৬০), তোতা শেখের ছেলে কাশেম শেখ (৩২), রফিক শেখের ছেলে মুকুল শেখ (৩০)।

আহতদের মধ্যে শামজাহার শেখ আশঙ্কাজনক অবস্থা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অপর আহত ৩জন গুরুতর অসুস্থ অবস্থায় জামালপুর হাসপাতালে ভর্তি আছেন।

বেলাল শেখ এবারের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদ মোশারফের ঘোড়া প্রতীক ও ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার রফিকুল ইসলামের ( টিউবওয়েল প্রতীকের) পক্ষে প্রচারণা চালান। মঙ্গলবার রাতে বেলাল তার বাড়ির আঙিনার কাছে একটি মুদি দোকানে বসে নির্বাচনী আলোচনা করছিল। এসময় পরাজিত মেম্বার প্রার্থী রফিক শেখ (মোরগ প্রতীকের) লোকজন লাঠিশোঠা ও রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় বেলাল শেখসহ ৩ জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় বেলাল শেখকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত তিনটায় সে মারা যান।

রফিকুল প্রামানিক জানান, আমার কর্মী সমর্থক বেলাল শেখকে মঙ্গলবার রাতে রফিক শেখের লোকজন মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তাকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টায় সে মারা যায়। তবে হাসপাতালে নিয়ে যেতে কিছুটা দেরি হয়েছিল।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সকালেই সেখানে কয়েকজন অফিসারসহ পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: