উত্তরায় বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর উত্তরায় শফিকুল ইসলাম সজীব নামে এক চিকিৎসকের বাসে ডাকাত দলের হামলার ঘটনায় চক্রটির আরো ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ঐ চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করা হলো।
গতকাল (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মজিদ, মো. রাসেল, মো. নাঈম, মো. রফিক, মো. আলমগীর ও মো. মহিবুল। এর আগে, ৩০ জানুয়ারি গ্রেফতার করা হয় ৮ জনকে।
ডিসি ওয়াহিদুল বলেন, ঢাকার সাভার, কালিয়াকৈর, মির্জাপুর, আশুলিয়া, কেরানিগঞ্জ, টাঙ্গাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ (০২ ফেব্রুয়ারি) বুধবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০ জানুয়ারি রাতে রাজধানীর উত্তরায় ডাকাত দলের কবলে পড়েন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজীব। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তাকে চোখ বেঁধে রাতভর বেদম মারধর করে ডাকাত দলের সদস্যরা। ৩০ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানীর চক্রের আরো ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত (৩১ জানুয়ারি) সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার জানান, ডাকাত দলটি পূর্ব পরিকল্পিতভাবে আর.কে.আর পরিবহনের একটি বাসকে ভাড়ার কথা বলে সাভারের গেন্ডা এলাকায় নিয়ে যায়।
সেখান থেকে ডাকাতরা প্রথমে বাসের চালক ও হেলপারকে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে বাসটি নিয়ে মহানগরীর বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। টার্গেট করে যাত্রী উঠিয়ে পরবর্তীতে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এরপর হাত-মুখ বেঁধে তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে তাদের নির্জন স্থানে নামিয়ে দেয়।
চক্রটি ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে একইভাবে দীর্ঘদিন ডাকাতি করে আসছিল বলেও জানান তিনি।