South east bank ad

টানা ৩ জয়, তলানি থেকে শীর্ষে বরিশাল

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঘরের মাঠে ব্যর্থ চট্টগ্রাম, দারুণ খেলছে বরিশাল। বিপিএলের চলতি আসরে ঢাকায় তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলির তলানিতে পড়ে থাকা বরিশাল চট্টগ্রামে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।

গতকাল (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নেমে বরিশাল হারায় স্বাগতিক চট্টগ্রামকে।

আগে ব্যাট করে সাকিব আল হাসানের ফিফটিতে ভর করে ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বরিশাল। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক সাকিব। এছাড়া ২৮, ২৫ ও ২২ রান করে করেন নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল ও তাওহিদ হৃদয়।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মুজিব উর রহমানের স্পিন আর মেহেদি হাসান রানা-ডুয়াইন ব্রাভোর গতির মুখে পড়ে ১৯.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে ৩৯, ২৯ ও ২৬ রান করে করেন আফিফ হোসেন, শামিম হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

বরিশালের জয়ে ৩টি করে উইকেট নেন সাকিব-মুজিব। আর দুটি করে উইকেট ভাগাভাগি করেন রানা ও ব্রাভো।

এর আগে, খুলনা টাইগার্সকে পর পর দুই ম্যাচে ১৭ রান ও ৬ উইকেটে পরাজিত করে বরিশাল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: