শিরোনাম

South east bank ad

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিস বিল্ডিং কমিশন) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল (০১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে এ নির্বাচন হয়।

নির্বাচিত হওয়ার পর পরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ষোড়শ অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসির নারী সভাপতি।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন এক টুইট বার্তায় বলেন, ‘২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি বাংলাদেশকে অভিনন্দন। বিশ্বজুড়ে সংঘাতময় দেশ ও অঞ্চলগুলোতে ভূমিকা রাখার জন্য গত বছরের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি মিশরকেও আমি ধন্যবাদ জানাই। ’

উল্লেখ্য, শান্তি বিনির্মাণ কমিশন জাতিসংঘের একটি আন্তঃসরকার পরামর্শক প্রতিষ্ঠান। এটি সংঘাতময় বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা দেয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র মিলে শান্তি বিনির্মাণ কমিশন গঠিত হয়। জাতিসংঘের শীর্ষ অর্থদাতা ও শান্তিরক্ষী যোগানদাতা দেশগুলোও এর সদস্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: