হ্যাট্রিক জয় পেয়ে মেম্বার হলেন আফরোজ আলী তালুকদার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
টানা তিনবার নির্বাচিত হয়ে হ্যাট্রিক জয় পেলেন মো: আফরোজ আলী তালুকদার । তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হন।গতকাল সোমবার (৩১ জানুয়ারী) রাতে বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।
টানা তিনবার পেয়ে আনন্দিত আফরোজ আলী তালুকদার ও তার কর্মী-সমর্থকরা। নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে পাঁচজন প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো: আফরোজ আলী তালুকদার ফুটবল প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বলু লাল দেব তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৯৪ ভোট। ফলাফলে আফরোজ আলী তালুকদার ১৯২ ভোট বেশি পান। এর আগেও দুইবার তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে মানবতার সেবায় কাজ করেন।
হ্যাট্রিক জয় পেয়ে আফরোজ আলী তালুকদার বলেন, ‘আমার প্রতিটি জয় মানুষের সেবার ফসল। আমি কখনো কারো সাথে অন্যায় আচারণ করেনি। যে কারণে আমাকে বারবার ৯ নং ওয়ার্ডবাসী নির্বাচিত করেছেন। আমি সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমার যারা বিরোধিতা করেছে, তারাও আমার আপনজন। যে কারণে কারো প্রতি আমি সহিংস আচারণ করব না। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, এটাই মনে করব।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম জানান, ৬ষ্ঠ ধাপে মিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ১২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এখানে সাধারণ সদস্য মেম্বার পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।