নৌকা ভোট পেল ১৩৩, ফাঁপোড়ে ৬০৬
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার উপজেলা সদরের রাজাপুর ও ফাঁপোড় ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন যথাক্রমে ১৩৩ ও ৬০৬ ভোট। এই দুটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
গতকাল (৩১ জানুয়ারি) সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন।
তিনি জানান রাজাপুর ইউপিতে রাজিবুল ইসলাম খান রাজু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৭ ভোট। আর নৌকা প্রতীকে আবু জাফর ফারাজী পেয়েছেন ১৩৩ ভোট। এই ইউপিতে মোট ভোটার ৭ হাজার ৩১৭ এর মধ্যে ৬ হাজার ৩৬৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জাকির হোসেন জানান, ফাঁপোড় ইউপিতে অটোরিকশা প্রতীকে মেহেদী হাসান ২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২ ভোট, মহরম আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৭৯ ভোট।
আর এই ইউনিয়নের নৌকা প্রতীকে শফি মাহমুদ ভোট পেয়েছেন ৬০৬। এই ইউপিতে মোট ভোটার ৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ৮ হাজার ১৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১১ ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৪ জন, বিএনপির ৪ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১জন, এবং ২জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এই উপজেলার হাটশেরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৮৭৭ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান মধু।
অপরদিকে সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান টিটো ভোট পেয়েছেন ৬৯০।