করোনায় ৬ জনের মৃত্যু
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের যশোরে করোনার ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন এবং উপসর্গে ৪জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ ভাগ।
যশোর সিভিলসার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জনএবং উপসর্গে ৪ জন রয়েছে।
একই সময়ে জেলায় ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) যশোর সদর হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের বাড়ি যশোরে।
বর্তমানে হাসপাতালের রেড জোনে ১২, ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।