শপথ নিলেন বোরহানউদ্দিনে সাত ইউপি চেয়ারম্যান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় নব-নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেন। গতকাল (৩১ জানুয়ারী) সোমবার বিকাল ৪টায় ভোলা জেলা প্রশাসকের হলরুমে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী। ওই অনুষ্ঠানে উপজেলার বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া, দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল, কাচিয়া ইউপি চেয়ারম্যান আ: রব কাজী, টবগী ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও হাসান নগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী এ শপথ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লা আল মামুন, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ২০২১ সালে এ সাত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সাত ইউনিয়নে আ’লীগের মনোনীত ৪ জন ও স্বতন্ত্র হতে ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।