‘অনলাইন ফরেন এক্সচেঞ্জ লেনদেন’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘Foreign Exchange Transaction Monitoring & Management System’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশন ও বিভিন্ন এডি শাখার ফরেন এক্সচেঞ্জ ডেস্কের কর্মকর্তাগণ উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের যুগ্ম পরিচালক ম্যারী বিশ্বাস এবং ফরেন এক্সচেঞ্জ অপারেশান ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সত্য দেব দাস সেশন পরিচালনা করেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান ও ভিপি এস.এম. মাহবুবুল আলম প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।