নির্বাচন কেন্দ্র সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরির্দশন করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ
শামীম আলম, (জামালপুর):
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা ষষ্ঠ ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ।
সরিষাবাড়ী উপজেলার ০৫ নং পিংনা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ও বিভিন্ন ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এসময় পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও ভোটকেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় দেওয়ানগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান রাসেল,জামালপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া, মাদারগঞ্জ সার্কেল সজল কুমার সরকার, জেলা পুলিশের ঊধ্বর্তন অফিসারবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।