১০ বছর পর আ. লীগের সম্মেলন সভাপতি-সম্পাদকপদে ১০ প্রার্থী
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
দীর্ঘ ১০ বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শিবগঞ্জ এমএইচ কলেজ মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি থাকবেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ও দলটির কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল শামীম।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এবারের সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা ।
সভাপতি পদে বর্তমান সভাপতি আজিজুল হকে বিপরীতে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন।
সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্মেলনে ৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতা নির্বাচন করবেন বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগ বলছে, স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে দীর্ঘ দিন পর সম্মেলন অনুষ্ঠানের খবরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
ঘরোয়া পরিবেশে সম্মেলন হওয়ার কথা বলা হলেও কয়েক হাজার নেতা কর্মীর সমাগম হবে বলে ধারনা করা হচ্ছে। ইতোমধ্যেই সম্মেলন স্থলে যাতায়াতের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাক, ভটভটি ভাড়াও নেয়া হয়েছে। কলেজ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। এরই মধ্যে কলেজের প্রবেশ মুখে তোরণ নির্মাণ করছে পৌরসভা।
সম্মেলন বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দীর্ঘ ১০ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এর আগে তিনবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে তা স্থগিত করা হয়। সর্বশেষ ২০১২ সালে শিবগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নয় বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছিল গত ২০২০ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু পরে তা স্থগিত করা হয়।
২০২১ সালের ৩০ মার্চ ২য় দফায় স্থগিত ঘোষণা করা হয় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সর্বশেষ চলতি বছরের ২২ জানুয়ারি এই উপজেলায় সম্মেলনের ঘোষণায় নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করলেও পরে জেলা আওয়ামী লীগের স্থগিতাদেশে তা পুনরায় ম্লান হয়ে যায়।
অবশেষে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চতুর্থ দফায় এই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য হয়েছে।