মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মা নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মা রোজিনা খাতুন (২৫) নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোজিনা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বেওলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
জানা গেছে, রোজিনা খাতুন প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে রোজিনা খাতুন মৃত ছেলে সন্তান প্রসব করেন।
মৃত সন্তান নিয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটো রিকশা যোগে নন্দীগ্রামে পৌছেন। সেখান থেকে রাত ১টার দিকে তারা ব্যাটারিচালিত রিকশা যোগে বাড়ি ফিরছিলেন।
এসময় নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে রোজিনা খাতুন অটোরিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এসময় পিছন থেকে নাটোর গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোজিনা খাতুন মারা যান।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এঘটনায় কেউ অভিযোগ করেনি।