South east bank ad

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ):

আগামী সোমবার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার নদী অধ্যূশিত শিবালয়ের সাত ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এখানে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে।

তবে ইভিএমে ভোট গ্রহণ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে অনেক প্রার্থীই শঙ্কা প্রকাশ করেছেন, সাধারণ ভোটাররা চিন্তা করছেন, কীভাবে তাঁরা এ নতুন পদ্ধিতে ভোট দিবেন। আর প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করছেন।

শিবালয় উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ ইউপি সদস্য পদে ২৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সাতটি ইউনিয়নে ৬৩ ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

তবে কীভাবে ভোট দিতে হবে সে বিষয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারগন শঙ্কার মধ্যে রয়েছেন।

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে অরাজগতা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে ডিবি পুলিশ সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন।

শিবালয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করা হবে। এতে কারচুপি বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইভিএম ব্যবহার সম্পর্কে আগাম ধারণা দেওয়ার জন্য প্রিসাইডিং কর্মকর্তারা ভোটিং মহড়ার মাধ্যমে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার পদ্বতি শিখিয়ে দিবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: