সরিষাবাড়ীতে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. মুরাদ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে শীতার্ত ৭০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন স্হানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এম.পি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মুরাদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা, এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। এই কার্যক্রম আজকেই শেষ না, এটা চলতে থাকবে।
এছাড়াও তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়ে বারবার এই আসনের সংসদ সদস্য নির্বাচন করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পোগলদিঘা কলেজের সভাপতি আবুল হোসেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান লুলু এবং সহকারী কমিশনার (ভূমি) নাহার প্রমুখ।