বিয়ারসহ মাদক কারবারি আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, শনিবার ভোর পৌনে ৫টার দিকে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে প্রাইভেটকারযোগে বিয়ারের একটি বড় চালান নিয়ে ভাটারা থানা এলাকা হয়ে গুলশানে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে দলটি শনিবার সকাল পৌনে ৬টার দিকে নতুন বাজার এলাকার দিবানিশি রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি মো. আয়াত (২৩) নামক এক যুবককে আটক করে। তার বাড়ি নারায়ণগঞ্জে। এ সময় ২৮৮ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।