শিরোনাম

South east bank ad

জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত এবং আহত ৮

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নবী আলম (৫২) নামে এক কৃষক নিহত ও ৮ জন আহত হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী আলম (৫২) সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

এলাকাবাসী জানায় , সবুজপাড়া গ্রামের নবী আলমের সাথে একই গ্রামের আকমত আলীর দীর্ঘদিন থেকে ৭ শতাক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

ওই ৭ শতাক জমি আকমত আলী স্থানীয় এক ব্যক্তির কাছে বন্ধক দেন। বন্ধক গ্রহিতা ওই ব্যক্তি শুক্রবার ওই জমিতে ধান লাগানোর জন্যে হালচাষ করেন। সে সময় নবী আলম বাঁধা দেন। নবী আলমের দাবী ওই ৭ শতক জমি তাদের। এঘটনাকে কেন্দ্র করে শনিবার আকমত আলীর লোকজন লাঠিসোটা নিয়ে নবী আলমের উপর হামলা করে।

হামলায় ঘটনাস্থলেই নবী আলমের মৃত্যু হয়। এতে আরও ৮ জন গুরুতর আহত হন।

আহতরা হলেন, শাহিন, সাইদ, আলিয়া বেগম, নবীরন বেগম, শহীদ আলী, আল আমিন, জমেলা বেগম ও তারা মিয়া।

চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সামান্য ৭ শতক জমির বিরোধে নবী আলমের মৃত্যুর ঘটনা আমরা মানতে পারছিনা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহা. মহব্বত কবীর বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটে। পুলিশ নিহত নবী আলমের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: