প্রথম বিনামূল্যে অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতেন ডা: আ: বারি - বাহাউদ্দিন নাছিম
আরাফাত হাসান, (মাদারীপুর):
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা বি.এম.এ এর বার বার নির্বাচিত সভাপতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল বারি এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারী) মাদারীপুর মিলগেট জামে মসজিদে বাদ আছর দোয়া মোনাজাত করা হয়। এতে তাঁর আত্মার শান্তি কামনা কামনায় স্মৃতি চারণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ.ম বাহাউদ্দিন নাছিম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সিরাজ ফরাজী, আনোয়ার হোসেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,ডাঃ রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকসহ অনেকেই।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন তিনি ছাত্রলীগের বড় নেতা ছিলেন। তিনি কত বড় নেতা ছিলেন। সেটা আমরা এখন উপলদ্বি করতেছি এবং তাঁর সাথে বিশেষজ্ঞ ডাক্তারদে সাথে গভীর সম্পর্ক ছিল। তিনিই মাদারীপুরে প্রথম বিনামূল্যে গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি গরীব মানুষের ডাক্তার ছিলেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। মিলগেট কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর আলী। উল্লেখ তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল তাঁর বাদ মিলগেট মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মিলমাঠ কবরস্থানে দাফন সম্পন্ন। নামাজে জানাযায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিসহ রাজনৈতিক সামাজিক চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লী এতে অংশ নেয়। এছাড়াও তাঁর মৃত্যু বিভিন্ন সংগঠন গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।