শিরোনাম

South east bank ad

সংবাদ সংগ্রহকালে নৌকা সমর্থকদের হামলায় চার সাংবাদিক আহত

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও‌):

ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে আওয়ামী লীগ প্রার্থীর লোকজ‌নের হামলায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন ৪ সংবাদকর্মী।

তা‌দের ম‌ধ্যে ই‌নডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির প্রতি‌নি‌ধি তানভীর হাসান তানু গুরুতর যখম হ‌য়ে‌ছেন। অন‌্যরা হ‌লেন, নিউজবাংলার প্রতি‌নি‌ধি সো‌হেল রানা, রাই‌জিং‌বি‌ডির প্রতি‌নি‌ধি হি‌মেল তালুকদার ও ঢাকা মেইলের প্রতি‌নি‌ধি জাহিদ হাসান মিলু।তা‌দের আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌ছে গ্রামবাসী।

সাংবাদিক জাহিদ হাসান মিলু জানান, শনিবার দুপুর আড়াইটায় সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল মার্কার মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশংকায় তারা সেখানে নিউজ সংগ্রহে যান।

কিন্তু ভিডিও ফুটেজ ধারণ কালে নৌকা সমর্থকরা আচমকা সাংবাদিকদের উপর লাঠি-সোঁটা নিয়ে হামলা করে বসে। গুরুতর আহত অবস্থায় তানভীর হাসান তানু ও সোহেল রানাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আমি ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: