গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল -২৮/০১/২০২২খ্রিঃ অনুমান ১৮:২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ)/ শামীম উদ্দিন সঙ্গীয় এএসআই(নিঃ)৯৩৩ ইব্রাহিম আল সুমন, কনস্টেবল/২৯৭ আব্দুর রাজ্জাক, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/৯২৪ শিবলু আলী, কনস্টেবল/১৮৩২ জীবন্দ্রে চন্দ্র দাস, ড্রাই কনস্টেবল/১১৬৮ সোহাগ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন কাষ্টঘর মহাজনপট্টি রোডস্থ মায়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুমন মিয়া (২৪), পিতা- আবুল বাছের @ বাচ্চু সর্দার, মাতা- ফাতেমা বেগম, সাং- কালিকাপ্রসাদ (বড়বাড়ী), থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- মেন্দিবাগ, ইকবাল মিয়ার কলোনী, বোরহান উদ্দিন মাজার রোড, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।