শিরোনাম

South east bank ad

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়ারী গ্রেফতার

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

২৬/০১/২০২২১খ্রি: তারিখ রাত অনুমান ২৩:৩৫ ঘটিকায় অফিসার ইনর্চাজ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় এসআই(নি:)/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মো: শাহজাহান মিয়া, কং/১৮৯৮ আশরাফুল, কং/৯৪২ নবকুমার, ড্রাই: কং/২০১৫ প্রর্ণেল চৌধুরী সহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ফেরীঘাটস্থ হারুন মিয়ার কলোনী হইতে আসামী ১। নজরুল ইসলাম (২০), পিতা-হারুনুর রশিদ, সাং-উদরপুর, লামাকাজী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ২। হেলাল আহমদ (৩৮), পিতা-মৃত লেছু আহমদ, সাং-গোটাটিকর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৩। মো: খাইরুল ইসলাম (৬০), পিতা-মৃত সবদর আলী, সাং-কদমতলী, ফেরীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। আবুল হোসেন (৪০), পিতা-মৃত সিরাজুল হক, সাং-ফেরীঘাট, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হইতে আটক করা হয়।

২৭/০১/২০২২খ্রি: তারিখ রাত অনুমান ০০:৩৫ ঘটিকায় অফিসার ইনর্চাজ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় এসআই(নি:)/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মো: শাহজাহান মিয়া, কং/১৮৯৮ আশরাফুল, কং/৯৪২ নবকুমার, ড্রাই: কং/২০১৫ প্রর্ণেল চৌধুরী সহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনী আক্তার মিয়ার বাসা হইতে আসামী ১। মো: আসাদ আলী (৬৫), পিতা-মৃত আকলিছ আলী, সাং-চৌধুরীপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, ২। সেলিম আহমদ পুতুল (৬০), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: সুহেল আহমদ (৩৪), পিতা-মৃত আকবর আলী, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হইতে আটক করিয়া সকল জুয়ারীদের’কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: