দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়ারী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২৬/০১/২০২২১খ্রি: তারিখ রাত অনুমান ২৩:৩৫ ঘটিকায় অফিসার ইনর্চাজ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় এসআই(নি:)/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মো: শাহজাহান মিয়া, কং/১৮৯৮ আশরাফুল, কং/৯৪২ নবকুমার, ড্রাই: কং/২০১৫ প্রর্ণেল চৌধুরী সহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ফেরীঘাটস্থ হারুন মিয়ার কলোনী হইতে আসামী ১। নজরুল ইসলাম (২০), পিতা-হারুনুর রশিদ, সাং-উদরপুর, লামাকাজী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ২। হেলাল আহমদ (৩৮), পিতা-মৃত লেছু আহমদ, সাং-গোটাটিকর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৩। মো: খাইরুল ইসলাম (৬০), পিতা-মৃত সবদর আলী, সাং-কদমতলী, ফেরীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। আবুল হোসেন (৪০), পিতা-মৃত সিরাজুল হক, সাং-ফেরীঘাট, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হইতে আটক করা হয়।
২৭/০১/২০২২খ্রি: তারিখ রাত অনুমান ০০:৩৫ ঘটিকায় অফিসার ইনর্চাজ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় এসআই(নি:)/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মো: শাহজাহান মিয়া, কং/১৮৯৮ আশরাফুল, কং/৯৪২ নবকুমার, ড্রাই: কং/২০১৫ প্রর্ণেল চৌধুরী সহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনী আক্তার মিয়ার বাসা হইতে আসামী ১। মো: আসাদ আলী (৬৫), পিতা-মৃত আকলিছ আলী, সাং-চৌধুরীপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, ২। সেলিম আহমদ পুতুল (৬০), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: সুহেল আহমদ (৩৪), পিতা-মৃত আকবর আলী, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত হইতে আটক করিয়া সকল জুয়ারীদের’কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।