শর্ত লঙ্ঘনসহ ও নানা কারণে ২২৮ এনজিও’র নিবন্ধন বাতিল: মুক্তিযুদ্ধমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শর্ত লঙ্ঘনসহ নানা কারণে গত চার বছরে ২২৮টি এনজিও’র নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নোত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মোজাম্মেল হক জানান, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নানা কারণে ২২৮টি এনজিও’র নিবন্ধন বাতিল করেছে সরকার।
এ সময় জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত ২৬০টি বিদেশি এনজিও রয়েছে। আর ২ হাজার ২৬৬টি রয়েছে দেশি এনজিও। সব মিলিয়ে এনজিও নিবন্ধিত হয়েছে ২ হাজার ৫২৬টি।
মন্ত্রী আরো জানান, প্রকল্পের নাম, প্রকল্পের মেয়াদ, টাকার পরিমাণ, প্রকল্পের অনুমোদনের তারিখ, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্প এলাকার সংশ্লিষ্ট তথ্য জেলা/উপজেলায় প্রকল্পের জন্য বরাদ্দ, বহুবর্ষী প্রকল্পের ক্ষেত্রে আলোচ্য বর্ষে বরাদ্দ, আলোচ্য বর্ষে প্রকৃত ব্যয়, প্রকল্পে উপকারভোগীর সংখ্যা, উপকারভোগী নির্বাচনে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে কিনা, হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণী এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদিত পত্রের শর্ত যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কিনা এ বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।