হাসপাতালের ১০ ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন ডাক্তার-নার্স ও কর্মচারী দ্বিতীয় ডোজ করোনা প্রতিষেধক টিকা নেওয়ার নয় মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন
আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী।
তিনি জানান, হাসপাতালের দুইজন চিকিৎসক, তিনজন নার্স, চারজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও একজন অফিস সহকারীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।
পরে বিগত দুইদিনে তাদের নমুনা পরীক্ষা করার পর করোনা শনাক্ত হয়। এরপর নিজ নিজ বাসাতেই আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে তাদের সবার অবস্থা উন্নতির দিকে। আক্রান্তরা সবাই করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ করোনা প্রতিষেধক টিকা নেওয়া ছিল বলেও জানান তিনি।
এদিকে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ১০ জন চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা।