শিরোনাম

South east bank ad

ভাংগা হতে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর):

ফরিদপুরের ভাংগা হতে বিপুল পরিমান গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।

আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কররা গ্রামের মোঃ আলমগীর হোসেন এর স্ত্রী রিনা খাতুন (৩৫), দোয়াইড় গ্রামের মৃত রফিক মাতুব্বরের পুত্র বাবুল মাতুব্বর (৩৭) ও কোতয়ালী থানাধীন জগন্নাথপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোঃ রাকিব হোসেন (২২)।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে র‌্যাব-৮ এর একটি অভিযানি দল ফরিদপুর জেলার ভাংগা থানাধীন পুলিয়া বাজারের দক্ষিন পাশে মাওয়া-ভাংগা মহাসড়ক হইতে শিমুল বাজারগামী সংযোগ সড়কের মোড়ে চেক পোস্ট স্থাপন করে উক্ত মাদক ব্যবসায়ীদের ধৃত করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে সাড়ে ২৭ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় উক্ত গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‌্যাব-৮ সাংবাদিকদের জানায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: