ডিআইজি হাবিবুর রহমানকে ফোন করে পেল শীতবস্ত্র
মেহের মামুন, ( গোপালগঞ্জ ):
স্যার আমরা শীতে খুব কষ্টে দিন পার করছি। যেখানে আমরা বহর গেড়েছি এখানে খুব শীত। খোলা যায়গা, প্রচন্ড ঠান্ডা বাতাস আর শীত ।
আমার বেদে বহরের সবাই শীতে মানবেতর জীবন পার করছে। আমাদের শীতের বস্ত্র খুব দরকার। আমাদের কিছু শীত বস্ত্র দিলে আমরা উপকৃত হতাম। ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম-(বার) কে ফোন করে কথাগুলো বলছিলেন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে অবস্থিত বেদে বহরের লাদেন।
ডি আই জি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম-(বার) ফোন পেয়ে তাৎক্ষনিকভাবে তিনি বিষয়টি মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়াকে জানালে তিনি বেদে বহরে গিয়ে শীতার্ত বেদেদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া জানান, মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং থানা এলাকার বেদে লাদেন তার একটি বহরসহ মুকসুদপুর থানা এলাকার খান্দারপাড় বাজারে কয়েকদিন যাবত জীবন জীবিকার জন্য অবস্থান করছেন।
তারা শীত বস্ত্র অভাবে আছেন মর্মে মানবিক পুলিশ অফিসার খ্যাত হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম-(বার) মহোদয় কে টেলিফোনে জানান।
তৎপ্রেক্ষিতে ডিআইজি স্যার আমাকে কে অবগত করলে তাতক্ষনিকভাবে উক্ত বেদে পল্লীতে উপস্থিত হয়ে তাদের কে শীত বস্ত্র বিতরণ করি এবং সার্বিক বিষয়াদি নিয়ে খোজ নেই। এছাড়াও তাদের কোন প্রয়োজন হলে আমাকে বিষয়টি অবগত করতে বলি।
ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম-(বার) কে ফোন করে তাৎক্ষনিকভাবে শীত বস্ত্র পেয়ে শীতার্ত বেদে বহরের মুখে হাসি ফুটেছে। তারা জানান, শুনেছিলাম স্যার অনেক মানবিক মানুষ।
তিনি মানুষের সুখ, দুঃখের সাথে থাকেন। আমরা স্যারের জন্য দোয়া করবো।