ইউএনও অফিসের কর্মকর্তাদের কাজ সুনির্দিষ্ট করে দিলো মন্ত্রণালয়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের (এও) দৈনন্দিন কাজ (চার্টার অব ডিউটিজ) সুনির্দিষ্ট করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) তাদের কাজ সুনির্দিষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনওদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের দৈনন্দিন কাজের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিম্নরূপ- ‘আদালত সংক্রান্ত (সার্টিফিকেট মোকদ্দমা, মোবাইল কোর্ট) ও গোপনীয় বিষয় ব্যতীত অন্যান্য সব বিষয় প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপিত হবে।’
এমতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নে ইউএরওদের অনুরোধ করা হয়েছে চিঠিতে।