জালপাতা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
এম, নুরুন্নবী, (তজুমদ্দিন):
ভোলার তজুমদ্দিন ও লালমোহন মেঘনা মোহনায় জালপাতা নিয়ে সংঘর্ষে আজগর (২৫) নামে এক জেলে নিহত এবং পাঁচ জেলে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ (২৫ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পার্শ্বে মাছ ধরতে যায় পাশ্বর্তী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা। একই স্থানে জাল পাতা নিয়ে লালমোহনের নয়ন মাঝির জেলেদের সাথে উত্তেজনা শুরু হয়।
মতিন মাঝি জানায়, "আমরা নদীতে জাল ফেলে উঠাইতে ছিলাম। আমাদের আর মাত্র একটি জাল বাকী ছিল। এরই মধ্যে রাতির খাল এলাকার নয়ন মাঝির নৌকা আমাদের জালের উপর ধরা জাল ফেলে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের নৌকার উপর তাদের নৌকা উঠিয়ে দেয়।
এসময় দু নৌকার মধ্যে পড়ে আজগর গুরুতর আহত হয়। এরপর নয়ন মাঝির নৌকার লোকজন আমাদের কে বেদম মারধর করে চলে যায়। আমাদের নৌকার কামাল, রাসেল, জহুর, ছলেমান আহত হয়।"
গুরুতর আহত আজগরকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আজগরকে মৃত ঘোষনা করেন। আজগরের লাশ বর্তমানে লালমোহন হাসপাতালে রয়েছে। নিহত আজগরের বাড়ী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদ এর ছেলে।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।