শিরোনাম

South east bank ad

ত্রিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ইউএনও’র অভিযানে ২৬ মামলায় জরিমানা

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনা ভাইরাস সংক্রমণের ৩য় ঢেউ মোকাবেলায় সরকার প্রজ্ঞাপন জারির পর ওই নির্দেশনার বাস্তবায়নে সোমবার (২৪ জানুয়ারী) ত্রিশাল পৌর শহরের বিভিন্ন মার্কেট ও বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

মাস্ক পরিধান নিশ্চিতকরণ, মাস্ক পরিধানে উৎসাহ বৃদ্ধি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

এসময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬টি মামলায় জরিমানা আদায় করা হয়। ইউএনও জানান, মাস্ক পরিধান না করায় মোট ২৬টি মামলায় ৭৭০০/- টাকা অর্থদ- প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ত্রিশাল থানা পুলিশ এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, দোকান ও মার্কেটগুলোতে আগত ক্রেতাদের মাস্ক দেওয়ার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।

জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: