ত্রিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ইউএনও’র অভিযানে ২৬ মামলায় জরিমানা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনা ভাইরাস সংক্রমণের ৩য় ঢেউ মোকাবেলায় সরকার প্রজ্ঞাপন জারির পর ওই নির্দেশনার বাস্তবায়নে সোমবার (২৪ জানুয়ারী) ত্রিশাল পৌর শহরের বিভিন্ন মার্কেট ও বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মাস্ক পরিধান নিশ্চিতকরণ, মাস্ক পরিধানে উৎসাহ বৃদ্ধি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
এসময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬টি মামলায় জরিমানা আদায় করা হয়। ইউএনও জানান, মাস্ক পরিধান না করায় মোট ২৬টি মামলায় ৭৭০০/- টাকা অর্থদ- প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সকলকে মাস্ক পরিধান করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, দোকান ও মার্কেটগুলোতে আগত ক্রেতাদের মাস্ক দেওয়ার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।
জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।